১) খামারীরা তাদের উৎপাদিত পণ্যের যাতে ন্যায্যমূল্য পান সেলক্ষ্যে বাজার ব্যবস্থার উন্নয়ন। এক্ষেত্রে প্রাণিসম্পদ অধিদপ্তর ও প্রকল্পের মাধ্যমে কার্যক্রম গ্রহণ অব্যাহত রয়েছে।
২) সংকটকালীন সময়ে গো-খাদ্যের চাহিদা পূরণে সাইলেজ পদ্ধতি অধিকতর জনপ্রিয় করা।
৩) এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করা। জন প্রতি দুধ- ২৫০ মিলি/দিন; মাংস- ১২০ গ্রাম/দিন; ডিম- ১০৪ টি/বছর অর্জিত হয় সেক্ষেত্রে অব্যাহতভাবে কাজ করা।
৪) পশুখাদ্যের সরবরাহ বাড়াতে উন্নত জাতের ঘাসচাষ সম্প্রসারণ ও এক্ষেত্রে খামারীদের ঘাস চাষ উদ্বুদ্ধ করা।