Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, জলঢাকা, নীলফামারী।

অফিস পরিচিতিঃ

 

  ক) অবস্থানঃ জলঢাকা উপজেলা পরিষদ মসজিদের পূর্ব পার্শ্বে ও অনির্বান বিদ্যাতীর্থ হাইস্কুলের দক্ষিণ পার্শ্বে অবস্থিত

  খ) স্থাপন কালঃ ১৯৬২ ইং

  গ) জমির পরিমানঃ ১.৫ একর

  ঘ) দপ্তর প্রধানের পদবিঃ উপজেলা প্রনিসম্পদ কর্মকর্তা

অফিস কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরনঃ

 

ক) সকাল ৯.০০ হইতে বিকাল ৪.০০ পর্যমত্ম গবাদিপশু ও হাঁস-মুরগীর চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

খ) প্রনিসম্পদ অধিদপ্তরের দেশব্যাপী বিস্তৃত সম্প্রসারন নেটওয়ার্কের মাধ্যমে ডিম,দুধ,মাংসের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে   জনসাধারনের কাছে আধুনিক প্রযুক্তিগত কলাকৌশল গ্রহণযোগ্য ও জনপ্রিয় করিবার কার্যক্রম গ্রহণ।

গ) পশুপাখির রোগ নিয়ন্ত্রন ও প্রতিরোধ কার্যক্রমের আওতায় টিকা প্রয়োগ ও সম্প্রসারনমুলক কার্য়ক্রম গ্রহণ এবং নমুনা সগ্রহের মাধ্যমে রোগজীবাণু নির্ণয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ।

ঘ) ভূমিহীন ও দরিদ্র জনগোষ্ঠী,বেকার যুবক ও যুব মহিলা,বিভিন্ন শ্রেনীর উদ্যোক্তা,সাধারন হাঁস-মুরগী ও গবাদিপশু পালন কারীদেও ভিন্ন ভিন্ন প্যাকেজ প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও প্রযোক্তি হসত্মামত্মার করন।

ঙ) দরিদ্র ও অবোহেলিত জনগোষ্ঠীর দারিদ্র হ্রা্স ও আত্ন-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে উপজেলা পরিষদের বার্ষিক উনণয়ন কর্মসূচীর অর্থায়নে জনসাধারনের নিকট ঔষধ, হাঁস-মুরগীর বাচ্চা,ছাগল,বকনা,গাভী,পশুখাদ্য সহ অন্নান্ন উপকরণ সরবরাহ করণ

চ) পশুপাখি পালনের জন্য জনসাধারনের ঋণ প্রাপ্তির সুযোগ সৃষ্টিতে সহায়তা প্রদান অধিদপ্তরের নিজেস্ব অর্থায়নে ঋণ ও প্রযোক্তি সরবরাহ এবং প্রশিক্ষন ও উদ্বুদ্ধকরনের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিকরন।

ছ) গবাদি-প্রানির কৌলিক বৈশিষ্ট্যের উন্নয়নে কৃত্রিম প্রজনন কার্যক্রম ও সম্প্রসারনমূলক কার্যক্রম পরিচালনাকরণ

জ) গবাদিপশু ও হাঁস-মুরগীর খামার স্থাপনে উৎসাহি উদ্যোক্তাকে আধুনিক প্রযুক্তিগত কলা-কৌশলের উপর প্রশিক্ষন প্রদান করণ

ঝ) উপজেলা প্রনিসম্পদ দপ্তরের মাধ্যমে তথ্য প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগ সম্প্রসারনে সার্বিক ব্যবস্থা গ্রহণ।